কাপাসিয়ায় নিরাপদ মুরগি বিক্রয় কেন্দ্র উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় নিরাপদ ব্রয়লার মুরগি বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত ও মুরগি খামারিদের আয়োজনে এ কেন্দ্র উদ্বোধন করা হয়।
নিরাপদ ব্রয়লার মুরগি এসোসিয়েশনের ৪০টি পরীক্ষিত খামারের অংশগ্রহণে তরগাঁও মেডিকেল মোড়ে কেন্দ্রটির উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দীপক রঞ্জন রায়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনিসুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এফএওর কনসালটেন্ট ডা. তাছলিমা আক্তার, সাদিয়া পোলট্রি ফিডের মালিক সাইফুল ইসলাম, কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এফ এম কামাল হোসেন প্রমুখ।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, ব্রয়লার মুরগির মাংস নিয়ে জনগণের মাঝে অনেক ভীতি রয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তর ও এফএওর যৌথ উদ্যোগে দেশের ১৩টি জেলার ২৫টি উপজেলায় নিরাপদ মাংস উৎপাদনের লক্ষ্যে ২০১৪ সালে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
প্রথম পর্যায়ের কার্যক্রমে সুফল পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে। উপজেলার ৪০ জন খামারিকে নিরাপদ মুরগি পালন সংক্রান্ত উত্তম চর্চার ওপর বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।