কালিয়াকৈরের হাইটেক সিটিতে প্লট পেল ৭ প্রতিষ্ঠান

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু হাইটেক সিটিতে সাতটি প্রতিষ্ঠানকে প্লট দিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ হাইটেক পার্কের সভাকক্ষে সোমবার প্রতিষ্ঠানগুলোর সাথে প্লট বরাদ্দের চুক্তি স্বাক্ষরিত হয়।

প্রতিষ্ঠানগুলো হল ডেটা সফট, আমরা হোল্ডিংস, ডেভ নেট, স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং, কনসোর্টিয়াম, মিডিয়া সফট ডেটা সিস্টেম ও লিমি ইউ ওয়াই সিস্টেম।

কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানগুলো সেখানে হার্ডওয়্যার, সফটওয়্যার, আইওটি, বিপিও, ট্রেনিং সেন্টার, ডেটা সেন্টার, মোবাইল ফোন সংযোজন, উৎপাদন ও গবেষণা নিয়ে কাজ করবে।

এতে ৫৫৮ কোটি টাকা বিনিয়োগ ও পাঁচ হাজার ২৫০ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও আশাবাদী সংশ্লিষ্টরা।

পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম জানান, হাইটেক সিটি ৩৫৫ একর জমির ওপর স্থাপিত। বিনিয়োগ আকৃষ্ট করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আরও খবর