গাজীপুরে বনের জমিতে মন্ডলের ভবন নির্মাণ চলছেই
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে বনের জমিতে মন্ডল গ্রুপের ১০ তলা ভবনের নির্মাণ কাজ চলছেই।
বহুল আলোচিত এই জবর দখল প্রতিরোধে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে বন বিভাগ।
বনভূমি উদ্ধারের কল্পকাহিনি প্রচারে ব্যস্ত ডিএফও জহির উদ্দিন আকনও নীরবতা পালন করছেন।
এর আগে বিষয়টি নিয়ে গত ১৬ অক্টোবর আলোকিত নিউজ ডটকমে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গত ৩১ অক্টোবর সরেজমিনে তদন্ত করেন বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা।
কিন্তু দীর্ঘ সময় ধরে প্রকাশ্যে সংঘটিত এই অপরাধ প্রতিরোধে এখনো কোন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিটের শিরিরচালার বাঘের বাজার এলাকায় চলছে ওই দখলযজ্ঞ।
কতিপয় কর্মকর্তার যোগসাজশে বেহাত হচ্ছে পাঁচ কোটি ৪০ লাখ টাকা বাজারমূল্যের সরকারি সম্পদ।
সোমবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভবনটির নিচ তলার ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে। এখন দ্রুত গতিতে চলছে দ্বিতীয় তলার কাজ।
সেখানে জমির পরিমাণ ৪৫ শতাংশ। মাহনা ভবানীপুর মৌজার এসএ ৬৭৫ নং দাগের ওই জমি বন বিভাগের নামে গেজেটভুক্ত।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা ভবন সংলগ্ন ঈদগাহ মাঠের উন্নয়ন কাজ করলে বিট অফিস গেজেট বলে বাধা দেয়। অথচ একই দাগে মন্ডল গ্রুপ বিশাল ভবন করলেও বাধা নেই। টাকা দিলে সবই হয়।
এদিকে বিট কর্মকর্তা নাসির উদ্দিন গত ১৬ মার্চ মন্ডল গ্রুপকে দখল ছাড়ার নোটিশ দেন। যার পত্র নং ৪৮/ভবি-৮।
পরে এর বৈধতা চ্যালেঞ্জ করে গত জুলাইয়ে হাইকোর্টে রিট করেন এমডি আবদুল মমিন মন্ডল। তবে আদেশ এখনো হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিট অফিস দখলের ঘটনায় দুটি পিওআর মামলা ও একতরফা ডিমারকেশন বাতিলের জন্য জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন দিলেও কোন প্রতিকার মিলছে না।
এ ব্যাপারে জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর আলোকিত নিউজকে বলেন, ডিমারকেশন বাতিল সংক্রান্ত প্রতিবেদনের বিষয়ে তিনি কিছু জানেন না।