কাপাসিয়ার দস্যুনারায়ণপুরে আবারও ‘ভূমিধস’

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ার দস্যুনারায়ণপুরে আবারও প্রায় ২০০ ফুট রাস্তা দেবে গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে কাপাসিয়া-শ্রীপুর রোডের দাসপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শীতলক্ষ্যা নদী সংলগ্ন রাস্তাটির প্রায় ২০০ ফুট ১০ ফুট নিচে দেবে গেছে। এতে আশপাশে বসবাসরত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে ওই এলাকায় ২০১৮ সালে তৃতীয় দফায় ভূমিধস হয়। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আমানত হোসেন খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাইফুদ্দিন জানান, দেবে যাওয়া অংশ মেরামত করা হচ্ছে। দ্রুত যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

২০০৫ সালে ভূমিধসের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের বিশেষজ্ঞ দল নমুনা পরীক্ষা করে জানিয়েছিল, মাটির গভীরে অতি মাত্রায় কাদামাটি ও পিট কয়লা-জাতীয় পদার্থের উপস্থিতি রয়েছে।

এ ছাড়া ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের পরিদর্শনে নদী থেকে অপরিকল্পিতভাবে অধিক পরিমাণে বালু উত্তোলনের প্রসঙ্গ ওঠে আসে।

আরও খবর