র্যাব মানবাধিকার লুণ্ঠন নয়, রক্ষা করে : মুখপাত্র মঈন
আলোকিত প্রতিবেদক : র্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন বলেছেন, বিশ্বে এমন কোন ফোর্স নেই, যার সদস্য সংখ্যা নয় হাজার। দেশের আইন-শৃঙ্খলা রক্ষার্থে এভাবে আত্মত্যাগ করেছে কি না, আমার সন্দেহ রয়েছে।
শনিবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব ও পুলিশের বর্তমান এবং সাবেক সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র সরকার।
কমান্ডার আল মঈন বলেন, র্যাবের মত মানবিকতা বিশ্বের খুব কম বাহিনীই দেখিয়েছে। র্যাব মানবাধিকার লুণ্ঠন করে না, মানবাধিকার রক্ষা করে।
তিনি আরও বলেন, মানবাধিকার রক্ষায় র্যাবের কর্নেল আজাদসহ ২৮ জন জীবন দিয়েছেন। আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে এক হাজারের অধিক সদস্যের অঙ্গহানি হয়েছে।