অর্থনৈতিক সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপরে বাংলাদেশ
আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অর্থনৈতিক ও সামাজিক সূচকের অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ নিম্ন আয়ের দেশগুলোকে ছাড়িয়ে গেছে।
তিনি বলেন, অর্থনৈতিক অগ্রগতির সূচকে আজ বিশ্বের শীর্ষ পাঁচটি দেশের একটি বাংলাদেশ। আর জিডিপির ভিত্তিতে আমরা বিশ্বে ৪৪তম এবং ক্রয়ক্ষমতার ভিত্তিতে ৩২তম।
প্রধানমন্ত্রী বলেন, ধারাবাহিকভাবে ৬.৫ শতাংশ হারে প্রবৃদ্ধি ধরে রেখে পুরো বিশ্বকে আমরা তাক লাগিয়ে দিয়েছি। জনগণের মাথাপিছু আয় ২০০৫-০৬ সালের ৫৪৩ মার্কিন ডলার থেকে বৃদ্ধি পেয়ে আজ এক হাজার ৪৬৬ ডলার হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।