ইজতেমায় ৮০ দেশের লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার তিন দিনব্যাপী প্রথম পর্বে লাখো মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন।

শুক্রবার ইজতেমা ময়দানে দেশের বৃহত্তম জুমার নামাজে ইমামতি করেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ জুবায়ের।

জুমার নামাজে অংশ নিতে ঢাকা ও গাজীপুরসহ আশপাশের এলাকার নানা বয়সী মুসল্লিরা ইজতেমাস্থলে জড়ো হন।

ইজতেমায় জুমার নামাজ আদায় করেন মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও স্থানীয় সাংসদ জাহিদ হাসান রাসেল।

প্রথম পর্বে ১৪ জেলার মুসল্লিদের পাশাপাশি ভারত, পাকিস্তান, ইরান, ইরাক ও জর্ডানসহ বিভিন্ন দেশের মুসল্লিরা অংশ নিয়েছেন।

জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, শুক্রবার সকাল পর্যন্ত ৭৯টি দেশের প্রায় চার হাজার মুসল্লি ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছেন।

আরও খবর