কাপাসিয়ায় বিনামূল্যে গবাদিপশুর চিকিৎসা দিল সেনাবাহিনী
শামসুল হুদা লিটন, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর সাভার অঞ্চলের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে।
রবিবার উপজেলার দেইলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আজিজিয়া দাখিল মাদ্রাসা মাঠে দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এতে প্রায় দুই হাজার মানুষের প্রায় সাত হাজার গরু, মহিষ, ছাগল, ভেঁড়া, হাঁস, মুরগি, কবুতর ও বিড়ালের টিকা এবং কৃমিনাশক চিকিৎসা দেওয়া হয়।
আরভি এন্ড এফ ডিপোর ব্যবস্থাপনায় মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন কর্নেল এস এম আজিজুল করিম হুসাইনী।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় এবং নাফকো এগ্রোভেটের সহযোগিতায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন কর্নেল হারুন আল রশিদ, প্রাণিসম্পদ কর্মকর্তা আনিসুর রহমান, নাফকো এগ্রোভেটের ম্যানেজার জিয়াউর রহমান, ইউপি চেয়ারম্যান আবদুল গাফফার, মাদ্রাসার সুপার মাওলানা বিল্লাল হোসেন প্রমুখ।
এ ছাড়া খামারিদের গরু মোটাতাজাকরণ, ঘাস চাষ, রোগের লক্ষণ ও প্রতিকার বিষয়ে পরামর্শ দেওয়া হয়।