শ্রীপুরে রাজনৈতিক সংঘর্ষে সাংবাদিককে আসামি করায় প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বিএনপির মেয়র প্রার্থী কাজী খানের মামলায় দৈনিক দিনকালের প্রতিনিধি বশির আহম্মেদ কাজলকে আসামি করা হয়েছে।

এর প্রতিবাদে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের সামনে শ্রীপুর রিপোর্টার্স ইউনিটি, শ্রীপুর প্রেসক্লাব ও উপজেলা সাংবাদিক সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রভাষক আবু বকর সিদ্দিক আকন্দ, সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেন, সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আকন্দ, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান, সাংবাদিক এনামুল হক আকন্দ, মাসুদ রানা, আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিক বশির আহম্মেদ কাজলকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি করা হয়েছে। অবিলম্বে মামলা থেকে তার নাম প্রত্যাহার করতে হবে।

আরও খবর