লন্ডনে মারা গেছেন হারিছ চৌধুরী, সাড়ে ৩ মাস পর জানাজানি

আলোকিত প্রতিবেদক : ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী প্রায় সাড়ে তিন মাস আগে যুক্তরাজ্যে মারা গেছেন।

হারিছ চৌধুরীর চাচাতো ভাই ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আশিক উদ্দিন চৌধুরী মঙ্গলবার রাতে ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার পর বিষয়টি জানাজানি হয়।

এতে তিনি হারিছ চৌধুরী ও তার ছবি সংযুক্ত করে লিখেছেন, ভাই বড় ধন, রক্তের বাঁধন।

বুধবার আশিক চৌধুরী সাংবাদিকদের বলেন, হারিছ চৌধুরী প্রায় সাড়ে তিন মাস আগে যুক্তরাজ্যে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর। তার দাফনও সে দেশে হয়েছে।

হারিছ চৌধুরীর গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার দীঘিরপাড় পূর্ব ইউনিয়নের দর্পনগরে। তার স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে লন্ডনে অবস্থান করছেন।

আশিক চৌধুরী আরও বলেন, হারিছ চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনি সুস্থ হওয়ার পর আবার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বহুল আলোচিত হারিছ চৌধুরীকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও সাত বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

আরও খবর