শ্রীপুরে প্যারাগন পোলট্রির বর্জ্যে পরিবেশ দূষিত, ক্ষতির মুখে কৃষক

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে প্যারাগন পোলট্রির তরল বর্জে দূষিত হচ্ছে পরিবেশ। উর্বরতা হারাচ্ছে ফসলি জমি।

এ নিয়ে এলাকাবাসী পরিবেশ অধিদপ্তরে অভিযোগ করলেও প্রতিকার মিলছে না। ফলে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন ও ক্ষোভ।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার গোসিংগা ইউনিয়নের বাউনী গ্রামে প্যারাগন এগ্রো নামে পোলট্রি ফার্ম গড়ে তুলেছে প্যারাগন গ্রুপ। প্রতিষ্ঠানটির বর্জ্যের দুর্গন্ধে আশপাশের বাসিন্দারা ভোগান্তি পোহাচ্ছেন।

পোলট্রির তরল বর্জ্য ফেলা হচ্ছে শেরের খালে। সেখান থেকে দূষিত পানি ছড়িয়ে পড়ছে ফসলি জমিতে।

কৃষক হাবিবুর রহমান, আবদুল হালিম, হারুন মিয়া, রিয়াজ উদ্দিন, আবদুল হক ও জাহাঙ্গীর হোসেনসহ অন্যরা জানান, প্যারাগনের মালিকের খামখেয়ালিতে মানুষের ক্ষতি হচ্ছে। নিয়ম মেনে বর্জ্য নিষ্কাশন করলে এ অবস্থার সৃষ্টি হত না।

ইতিমধ্যে প্রায় অর্ধশত বিঘা জমির উর্বরতা হ্রাস পেয়েছে। এসব জমিতে ধান চাষ করলে কাঙ্ক্ষিত ফলন হয় না। অভিযোগ জানালেও মালিকের লোকজন কর্ণপাত করেননি।

এ ব্যাপারে প্যারাগন এগ্রোর ম্যানেজার মো. আসাদুজ্জামান বলেন, বর্জ্য তাদের ভেতরের পুকুরে ফেলা হয়। কিছু পানি লিকেজ দিয়ে বের হয়ে খালে গিয়ে পড়ে।

তিনি আরও বলেন, জৈব সার উৎপাদনের কারণে কিছু দুর্গন্ধ হয়। দ্রুত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সমস্যার সমাধান করা হবে।

এদিকে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে গত ২৫ ডিসেম্বর পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোসর্মেন্ট উইংয়ের উপ-পরিচালক সৈয়দ আহম্মদ কবীরের নেতৃত্বে জেলা কার্যালয়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ডিডি সৈয়দ আহম্মদ কবীর জানান, তদন্তে কিছু অসংগতি পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে।

আরও খবর