হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার, অর্থমন্ত্রী নীরব কেন?

আলোকিত প্রতিবেদক : জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কঠোর সমালোচনা করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী।

তিনি বলেন, শেয়ারবাজার, অর্থনৈতিক অবস্থা, রিজার্ভ, রেমিট্যান্স-কিছু নিয়েই অর্থমন্ত্রী কথা বলেন না। তিনি অত্যন্ত সজ্জন, বিনয়ী, অভিজ্ঞ। কিন্তু তিনি নীরব কেন?

রুস্তম আলী ফরাজী বলেন, অনেকে ফ্রি স্টাইলে ঋণখেলাপি হচ্ছে। নয়ছয় করে, ঘুষ-দুর্নীতি করে টাকা আয় করছে। সে টাকা বিদেশে পাচার করছে। এগুলো দেখবেন অর্থমন্ত্রী।

বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সাংসদ রুস্তম আলী ফরাজী এসব কথা বলেন।

তিনি বলেন, যারা চুরিচামারি করে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, তাদের ছবি পত্রিকায় ছাপাতে হবে। তাহলে মানুষ দেখবে, থুতু দেবে।

রুস্তম আলী ফরাজী আরও বলেন, বারবার মন্ত্রী হতে চায়। কারণ এখানে টাকার খনি আছে। বারবার মন্ত্রী হওয়ার দরকার নেই।

আরও খবর