চট্টগ্রামে গাড়ি থেকে পূবালী ব্যাংকের সাড়ে ৫০ লাখ টাকার বস্তা উধাও!
নিউজ ডেস্ক : চট্টগ্রামে গাড়ি থেকে পূবালী ব্যাংকের সাড়ে ৫০ লাখ টাকা উধাও হওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।
ব্যাংকের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সিডিএ করপোরেট শাখার জুনিয়র অফিসার রাজিবুর রহমান ব্যাংকের শেখ মুজিব রোড শাখা থেকে টাকা নিয়ে নোয়াহ গাড়িযোগে সীতাকুন্ড শাখার দিকে রওনা দেন। এ সময় গাড়িতে তিনজন অস্ত্রধারী নিরাপত্তাকর্মী ছিলেন।
পরে রাজিবুর দুপুরের দিকে সিডিএ করপোরেট শাখায় ফোন করে জানান, তারা সীতাকুন্ড শাখা থেকে দুটি বস্তায় ৮১ লাখ টাকা নিয়ে সিডিএ শাখার উদ্দেশে রওনা হন। কিছু দূর যাওয়ার পর দেখেন গাড়ির পেছনের অংশ খোলা। গাড়িতে সাড়ে ৫০ লাখ টাকার বস্তাটি নেই।
এ নিয়ে শুরু হয় তোলপাড়।
ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা সীতাকুন্ড থানায় গিয়ে অভিযোগ করেন।
পরে পুলিশ রাজিবুর, নিরাপত্তাকর্মী আশিকুর রহমান, তানজুর রহমান, মাজহারুল ইসলাম ও গাড়িচালক বিজয় কুমার দাশকে গ্রেফতার করে।
সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান জানান, ওই পাঁচজনকে আদালতের মাধ্যমে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।