যুক্তরাজ্যে রেলস্টেশনের ইঁদুর তাড়িয়ে বিড়ালের পদোন্নতি!
ডেস্ক নিউজ : বিড়াল ইঁদুর তাড়ায়। এটা স্বাভাবিক।
অস্বাভাবিক হল তার পদোন্নতি!
যুক্তরাজ্যে এমন ঘটনাই ঘটেছে।
দেশটির হাডার্সফিল্ড রেলস্টেশনের একটি বিড়াল পদোন্নতি পেয়েছে।
বিড়ালটির নাম ফেলিক্স।
স্টেশনের সব ইঁদুর তাড়ানোর কৃতিত্বের জন্য কর্তৃপক্ষ তাকে ‘সিনিয়র পেস্ট কন্ট্রোলার’ হিসেবে পদোন্নতি দেয়।
বিড়ালটি স্টেশনে নয় সপ্তাহ বয়স থেকে কাজ শুরু করে।
তার প্রচুর খাটুনিতে প্রায় পাঁচ বছরে স্টেশনটি ইঁদুরমুক্ত হয়।
পদোন্নতির পর সে নামের ব্যাজসহ নতুন পোশাকও পেয়েছে।
তার নামের ফেসবুক পেজে ভক্তের সংখ্যাও বাড়ছে।
এক সপ্তাহের ব্যবধানে তা তিন হাজার থেকে ৩০ হাজারে দাঁড়িয়েছে!
সূত্র : এবিসি নিউজ।