প্রশ্ন ফাঁস ঠেকাতে ৩০০ ফোন নম্বর ব্লক
আলোকিত প্রতিবেদক : কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর বলেছেন, তাদের দায়িত্ব হল প্রশ্নপত্র ফাঁস নিয়ে আসা অভিযোগগুলো নিয়ে কাজ করা। এ পর্যন্ত ৩০০ মোবাইল ও টেলিফোন নম্বর চিহ্নিত করে ব্লক করা হয়েছে।
তিনি বলেন, ফেসবুক ও টেলিফোনে প্রশ্নপত্র ফাঁসকারীরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে চলে এসেছেন। তাদের অধিকাংশ খ্যাতনামা বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্সে পড়ছেন। তাদের অভিভাবকরাও সাথে আছেন।
রবিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই কমিটির প্রথম সভা শেষে সচিব এসব তথ্য জানান।
অবশ্য এ দিন বিটিআরসির নির্দেশনা মত পরীক্ষার আধা ঘণ্টা আগে মোবাইলের ইন্টারনেট বন্ধ রাখা হলেও আইসিটির প্রশ্নপত্র ফাঁস হয়।