শ্রীপুরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে স্ত্রীকে হত্যা!
সাদেক মিয়া, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার ১৬ ঘণ্টা পর শিউলী আক্তারের (৩৫) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শিউলী ময়মনসিংহের ভালুকার ডাকাতিয়া গ্রামের শুক্কুর আলীর মেয়ে ও বরিশালের বানারীপাড়ার সৌরভকাঠি গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী।
শ্রীপুর থানা পুলিশ অভিযুক্ত স্বামীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার করেছে।
শিউলীর বাবা জানান, ১৪ বছর আগে তার মেয়ের সাথে শহীদুলের বিয়ে হয়। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে হলেও কোন সন্তান নেই।
শহীদুল পেশায় গাড়িচালক। তিনি প্রথম স্ত্রীকে নিয়ে কোনাবাড়ি এলাকায় বসবাস করেন।
শিউলী শ্রীপুরের মুলাইদ গ্রামের আবদুর রশিদের বাড়িতে ভাড়া থেকে ছাতির বাজার এলাকার ডিবিএল কারখানায় চাকরি করতেন।
বেতনের টাকা হাতে না দেওয়ায় সোমবার রাতে দুজনের মধ্যে ঝগড়া হয়।
পরে শিউলী ঘুমিয়ে পড়লে শহীদুল মধ্যরাতে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।
এ সময় শিউলী শহীদুলকে জড়িয়ে ধরে চিৎকার করলে বাড়ির মালিক এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন।
এতে শিউলীর শরীরের অধিকাংশ ও শহীদুলের শরীরের কিছু অংশ পুড়ে যায়।
শ্রীপুর থানার এসআই আবদুল মালেক জানান, ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।