কাপাসিয়ায় ৩ ইটভাটা গুঁড়িয়ে ১৫ লাখ টাকা জরিমানা

শামসুল হুদা লিটন, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বুধবার পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

এ সময় তরগাঁওয়ের ধলাগড় ব্রিজ এলাকার ভিজিএল, সনমানিয়ার এফএনসি ও মামুরদীর আরএল ব্রিকস এস্কাভেটর দিয়ে গুঁড়িয়ে দেন আদালত।

এ ছাড়া ইটভাটা তিনটির মালিককে পাঁচ লাখ টাকা করে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ কার্যালয়ের উপ-পরিচালক আবদুস সালাম সরকার, সহকারী পরিচালক আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহিদ, দিলরুবা আক্তার প্রমুখ।

আরও খবর