শ্রীপুরের আজিজ কেমিক্যালে অগ্নিকাণ্ডে নিহত ১, আহত ১৬
প্রতিনিধি, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী এলাকায় আজিজ গ্রুপের এএসএম কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে সাত তলা ভবনের কারখানাটিতে অগ্নিকাণ্ড হয়।
শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, রাত পৌনে ১১টায় নিচ তলা থেকে শ্রমিক আলমগীর হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি উজিলাব এলাকায়।
আহতদের মধ্যে ইসহাক আলী (৪৫) দগ্ধ হয়েছেন। তাকেসহ ছয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ছাড়া একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। অপর নয়জনকে মাওনার আল-হেরা হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, তার বড় ভাই পারভেজ নিখোঁজ রয়েছেন। মালিক পক্ষ সহযোগিতা করছে না।
গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালামকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিয়ারাজ হোসেন জানান, হাইড্রোজেন পার অক্সাইডের স্টোরেজ বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সেখানে কমপক্ষে ২২ জন কর্মরত ছিলেন।