শ্রীপুরে দেলোয়ারের টিউলিপ বাগান পরিদর্শনে কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে দেলোয়ারের টিউলিপ বাগান পরিদর্শন করেছেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক।

শুক্রবার বিকেলে ব্যক্তিগত সফরে এসে তিনি কেওয়া পূর্বখন্ড এলাকার বাগানটি পরিদর্শন করেন।

এ সময় মন্ত্রী বলেন, আমি ফুল দেখে খুশি হয়েছি। অপ্রচলিত এসব ফুল বিভিন্ন দেশে রপ্তানির ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, আমরা অপ্রচলিত কৃষিপণ্যের উৎপাদনকে উৎসাহিত করছি। সবাইকে সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারী, শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন, কৃষি কর্মকর্তা এ এস এম মূয়ীদুল হাসান, পৌর মেয়র আনিছুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, ফুল চাষে সফল দেলোয়ার হোসেন ২০১৭ সালে বঙ্গবন্ধু কৃষি পুরস্কার পেয়েছেন। তিনি দুই বছর ধরে শীত প্রধান দেশের ফুল টিউলিপ ফুটাচ্ছেন।

আরও খবর