কোনাবাড়ীর কুদ্দুছ হাইস্কুল মাঠে গাড়ির স্ট্যান্ড, ঠিকাদারের সরঞ্জাম
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কোনাবাড়ী এম এ কুদ্দুছ উচ্চ বিদ্যালয়ের মাঠে গাড়ি ও রাস্তার ঠিকাদারের মালামাল রাখা হচ্ছে।
এতে শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ ও পাঠদানের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে।
সরেজমিনে জানা যায়, কোনাবাড়ী এম এ কুদ্দুছ উচ্চ বিদ্যালয় ১৯৮৮ সালে স্থাপিত হয়। এর আয়তন প্রায় ছয় বিঘা। কয়েক মাস আগে স্কুলের মাঠে গাড়ির স্ট্যান্ড গড়ে ওঠে।
যমুনা মাইক্রোবাস মালিক সমিতির ব্যানারে স্ট্যান্ডটিতে ৪৮টি গাড়ি রয়েছে। এ ছাড়া কোনাবাড়ী থেকে সিরাজগঞ্জগামী জেনিন পরিবহনের ৮-১০টি বাসও রাখা হয়।
অপরদিকে রাস্তার কাজের ঠিকাদারও মাঠে ইট-খোয়াসহ মালামাল রাখছেন। স্থাপন করা হয়েছে টিনের ঘর। এ অবস্থায় শিক্ষার্থীরা পড়েছে বিপাকে।
এ ব্যাপারে মাইক্রোবাস মালিক সমিতির সদস্য খোকন আলোকিত নিউজকে বলেন, স্কুল কর্তৃপক্ষকে ভাড়া বাবদ কিছু টাকা দেওয়া হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউ কথা বলতে রাজি হননি।
কয়েকজন শিক্ষার্থী জানায়, তারা প্রধান শিক্ষকের কাছে মাঠ খালি করে দেওয়ার জন্য আবেদন করেছিল। কিন্তু কোন কাজ হয়নি।
জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম আলোকিত নিউজকে বলেন, তারা সব সময় গাড়ি রাখে না। আমরা বললে সরিয়ে নিবে।
সরাতে বলেছিলেন কি না-এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ওইভাবে কখনো বলা হয়নি। জমিদাতার নাতিও মাঝে-মধ্যে গাড়ি রাখেন।
স্কুলের সহকারী শিক্ষক ও আওয়ামী লীগ নেতা আবদুর রহমান আলোকিত নিউজকে বলেন, এলাকার রাস্তার কাজ চলা পর্যন্ত ঠিকাদারের মালামাল থাকবে। এলাকার ছেলেদের গাড়ি সরাতে বলে দিয়েছি।
ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা আলোকিত নিউজকে বলেন, স্কুল কর্তৃপক্ষ অভিযোগ না করলে আমার কিছু করণীয় নেই। কর্তৃপক্ষ না চাইলে ঠিকাদার বিকল্প ব্যবস্থা করতেন।