চকরিয়ায় ৫ ভাইকে চাপা দেওয়া পিকআপ চালকের লাইসেন্স ছিল না
আলোকিত প্রতিবেদক : কক্সবাজারের চকরিয়ায় বাবার শ্রাদ্ধ শেষে বাড়িতে ফেরার পথে পিকআপের চাপায় পাঁচ ভাই নিহতের ঘটনায় চালককে গ্রেফতার করেছে র্যাব।
অভিযুক্ত সাইফুল ইসলামের ড্রাইভিং লাইসেন্স ছিল না। ঘটনার পর তিনি গাড়ির মালিক মাহমুদুলের পরামর্শে আত্মগোপনে ঢাকায় চলে আসেন।
পিকআপটি দিয়ে বিভিন্ন স্থান থেকে সবজি সরবরাহ করা হত। ২০১৮ সালের পর গাড়ির কাগজপত্রও হালনাগাদ করা হয়নি।
শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।
চালক সাইফুল জিজ্ঞাসাবাদে বলেছেন, ঘটনার সময় গাড়ি চলছিল ৬৫ থেকে ৭০ কিলোমিটার গতিতে। কুয়াশার কারণে তিনি কাউকে দেখতে পাননি। এই কারণে রাস্তা পারাপারের জন্য দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর গাড়ি ওঠে যায়।
গত ৮ ফেব্রুয়ারি ভোরে হাসিনাপাড়া এলাকার সুরেশ চন্দ্র সুশীলের শ্রাদ্ধ শেষে বাড়িতে ফেরার পথে মালুমঘাট এলাকায় পিকআপের চাপায় তার পাঁচ ছেলে নিহত ও তিন ছেলে-মেয়ে আহত হন।