ডিশ ব্যবসায়ীকে গুলি : এএসআই শামীম ৫ দিনের রিমান্ডে

আলোকিত প্রতিবেদক : রাজধানীর বংশাল থানার এএসআই শামীমকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
শনিবার দুপুরে ঢাকা মহানগর আদালতের বিচারক প্রণব কুমার এ আদেশ দেন।
খিলগাঁও নন্দীপাড়া এলাকায় তরুণ ডিশ ব্যবসায়ী আল আমিনকে বিল চাওয়ায় শুক্রবার দুপুরে গুলি করেন এএসআই শামীম।
পরে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ।
গুলিবিদ্ধ আল আমিনকে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।