২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালনের সিদ্ধান্ত
আলোকিত প্রতিবেদক : একাত্তরের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হত্যাকান্ডকে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় সংসদে প্রস্তাব গৃহীত হয়েছে।
শনিবার ২৫ মার্চকে গণহত্যা দিবস পালনের জন্য ১৪৭ বিধিতে প্রস্তাব উত্থাপন করেন জাসদের সাংসদ শিরীন আখতার।
আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একাত্তরের গণহত্যার ঘটনা যারা ভুলে যায়, তাদের এই দেশে থাকার কোন অধিকার নেই। যুদ্ধাপরাধীদের নিয়ে যারা দহরম-মহরম করে, তাদের পাকিস্তানে চলে যাওয়া উচিত।
পরে স্পিকারের অনুমতি নিয়ে ১৮ মিনিট ধরে পাক বাহিনীর নৃশংসতার বিভিন্ন চিত্র ও ভিডিও দেখানো হয়।
এ সময় সাংসদদের অনেককে আবেগাপ্লুত অবস্থায় দেখা যায়। প্রধানমন্ত্রী একাধিকবার চোখ মুছেন।