হাসপাতালেই চেম্বার করবেন চিকিৎসকরা
আলোকিত প্রতিবেদক : ডিউটি শেষে সরকারি হাসপাতালে বসেই ফির বিনিময়ে রোগী দেখার সুযোগ পাবেন চিকিৎসকরা।
ইতিমধ্যে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এ সুযোগ চালু করা হয়েছে।
এ লক্ষ্যে সরকারি হাসপাতালে বিশেষ কর্নার ব্যবস্থা রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার একনেকের বৈঠকে সরকারি কর্মচারী হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণ প্রকল্প অনুমোদনের সময় তিনি এ নির্দেশনা দেন।
এ ছাড়া সাধারণ মানুষের সুবিধার্থে সব সরকারি হাসপাতালে আইসিইউ চালু করারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রয়োজনে সিঙ্গাপুর বা ব্যাংককের হাসপাতালগুলো থেকে অভিজ্ঞতা নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।