মিয়ানমারে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ বাড়ছে : জাতিসংঘ দূত
ডেস্ক নিউজ : জাতিসংঘে মিয়ানমারের বিশেষ দূত থমাস অ্যান্ড্রুস দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যাপক হত্যাকাণ্ডের অভিযোগ তুলেছেন।
তিনি বলেন, মিয়ানমারে সামরিক অভ্যুত্থান পরবর্তী বিক্ষোভে অন্তত ৭০ জনকে হত্যা করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের প্রমাণ ক্রমেই বাড়ছে।
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার খবরে হত্যা ও নির্যাতনের এসব তথ্য তুলে ধরা হয়।
গত ১ ফেব্রুয়ারি অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমারে রাজনৈতিক সংকট দেখা দেয়।
অভ্যুত্থানের পর সু চিসহ তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির শীর্ষ নেতাদের গ্রেফতার করা হয়েছে।