মুক্তারুজ্জামান মুক্তির কবিতা ‘এসো বৈশাখ’
এসো বৈশাখ
-মুক্তারুজ্জামান খাঁন
মুক্তি
এসো বৈশাখ এসো
তুমি আসো ঘুরে ঘুরে
তোমাকে নিয়ে করবো না উৎসব।
প্রকৃতির সাজে তুমি আসো
স্রষ্টা তোমাকে সাজিয়ে দেয়।
এসো বৈশাখ এসো
তুমি আমার অংকনে বর্ণমালা
তোমাকে পাওয়ার আগে
বাঙালির মাস গণনায় ছিল জ্বালা।
এসো বৈশাখ এসো
তুমি বছরের প্রথম দিন
তোমার কাছে আছে অনেক ঋণ।
এসো বৈশাখ এসো
তুমি আমার মায়ের হিসাবের খাতা
তোমাকে নিয়ে করবো না উৎসব
তুমি আমার দিবা-রাত্রির হালখাতা।
হে বৈশাখ
স্রষ্টার নিয়ামত তুমি
কালবৈশাখী ঝড়ের মাঝে এসো না।
এসো বৈশাখ এসো
ঝলমলে আলোর মাঝে এসো
পূর্ব দিগন্তে নতুন সূর্য এসো।
হে বাঙালি বৈশাখের মাঝে করো না
কোন সম্প্রদায়ের সাদৃশ্য মিশ্রণ
বৈশাখ আমার বাংলা ভাষার প্রাণ।
এসো বৈশাখ এসো
সব ধর্মের মানুষ আছে এই বাংলাদেশে।