১২ কেজি সিলিন্ডারের দাম ৯৭৫ টাকা

আলোকিত প্রতিবেদক : বাসা-বাড়িতে রান্নায় ব্যবহৃত সিলিন্ডার গ্যাসের দাম অবশেষে নির্ধারণ করা হয়েছে।

সোমবার অনলাইন সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন দাম ঘোষণা করে।

বেসরকারি কোম্পানির ১২ কেজি সিলিন্ডারের ভ্যাটসহ সর্বোচ্চ খুচরা মূল্য ৯৭৫ টাকা ও সরকারি কোম্পানির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৯১ টাকা।

এত দিন পর্যন্ত বেসরকারি কোম্পানিগুলো নিজেরাই এলপিজির দাম নির্ধারণ করে আসছিল।

বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল বলেন, গণশুনানি শেষে সবকিছু বিচার-বিবেচনা করে কমিশন দাম চূড়ান্ত করেছে। এই দাম আজ থেকে কার্যকর হবে।

তিনি আরও বলেন, ভোক্তারা বাড়তি দাম দেবেন না। কমিশনের আদেশ বাস্তবায়ন করতে লাইসেন্সধারীরা বাধ্য।

এ ছাড়া গাড়িতে ব্যবহৃত এলপিজির দাম প্রতি লিটারে ৪৭ টাকা ৯২ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি।

আরও খবর