শ্রীপুরে প্রেমের বিয়ের ৬ বছরের মাথায় লাশ হলেন তাসলিমা
নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে বাসা থেকে এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার কেওয়া পশ্চিম খন্ড (চন্নাপাড়া) এলাকার রমিজ উদ্দিনে বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত তাসলিমা আক্তার (৩০) নেত্রকোনা সদরের পাটলি গ্রামের ইসলাম উদ্দিনের মেয়ে।
তিনি ওই বাড়িতে ভাড়া থেকে স্থানীয় ব্লু ফ্যাশন কারখানায় অপারেটর পদে চাকরি করতেন।
ঘটনার পর থেকে তার স্বামী কুমিল্লার বুড়িচং উপজেলার মিরপুর গ্রামের আবদুল গফুরের ছেলে আল-আমিন (৩২) পলাতক রয়েছেন।
নিহতের স্বজনরা জানান, আল-আমিন ও তাসলিমা প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ে করেন। তাদের পাঁচ বছরের একটি ছেলে আছে। সে নানা-নানির কাছে থাকে।
স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় বিভিন্ন বিষয়ে ঝগড়া হত। চার-পাঁচ দিন আগে ঝগড়া হলে তাসলিমার ফুফাতো ভাই রাসেল গিয়ে মীমাংসা করে দেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল ফজল মো. নাসিম জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।