জয়দেবপুর বাজারে ‘বেয়াদব’ নাসিরের খাঁন ফ্যাশন ক্রেতা হারাচ্ছে
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের জয়দেবপুর বাজারের কাপড় ব্যবসায়ী নাসির খানের বিরুদ্ধে ক্রেতাদের সাথে ব্যাপক দুর্ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, জয়দেবপুর মধ্য পান বাজারে নাসির খানের খাঁন ফ্যাশন। দোকান নং ৩৩। তিনি উগ্র প্রকৃতির একজন ব্যক্তি। তার বাড়ি মহানগরীর কানাইয়ার খাঁন পাড়ায়।
একাধিক ক্রেতা জানান, ওই দোকানে কাপড়-চোপড় কিনতে গেলে নাসির দাম নিয়ে দুর্ব্যবহার করেন। তাই তারা দ্বিতীয়বার আর যান না।
হাড়িনাল হাই স্কুলের ছাত্র আসিফ আহমেদ জানায়, সে কয়েক দিন আগে ওই দোকানে একটি কোয়ার্টার প্যান্ট কিনতে যায়। দাম ২০ টাকা কম বলায় নাসির অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
মিস্টের ছাত্র সাইফুল ইসলাম বলেন, ক্রেতারা পছন্দ অনুযায়ী স্বাধীনভাবে কেনাকাটা করবেন। এতে বাধা দেওয়া বা খারাপ আচরণ করা বিকৃত মানসিকতার পরিচয়।
পাশের একজন ব্যবসায়ী বলেন, ক্রেতারা একটা দাম বলতেই পারেন। সম্ভব হলে দিব, না হলে না দিব। এ নিয়ে বেয়াদবের মত আচরণ করা ঠিক নয়। আচরণের কারণেই ক্রেতারা নাসিরের দোকান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।