কলেজে ভর্তির নীতিমালা জারি : আবেদন ২৬ মে শুরু

আলোকিত প্রতিবেদক : একাদশ শ্রেণিতে দেশের সব সরকারি-বেসরকারি কলেজে অনলাইন ও এসএমএসে ভর্তির আবেদন শুরু হবে আগামী ২৬ মে।

ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে ১৬ জুন।

বৃহস্পতিবার ভর্তির এ সংক্রান্ত নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

এবার শিক্ষার্থীরা পাঁচটির বদলে পছন্দের ১০টি কলেজের নাম দিতে পারবেন।

এ ছাড়া প্রথমবারের মত প্রবাসীদের সন্তান ও বিকেএসপির শিক্ষার্থীদের জন্য কোটা রাখা হয়েছে।

অনলাইন ও টেলিটক মোবাইলের মাধ্যমে এসএমএসে ভর্তির আবেদন করা যাবে ২৬ মে থেকে ৯ জুন পর্যন্ত।

অনলাইনে আবেদনের ঠিকানা www.xiclassadmission.gov.bd

ভর্তি ১৮ জুন শুরু হয়ে শেষ হবে ৩০ জুন। বিলম্ব ফি দিয়ে ১০ থেকে ২০ জুলাই পর্যন্ত ভর্তি হওয়া যাবে। ক্লাস শুরু হবে ১০ জুলাই।

অনলাইনে ১৫০ টাকা ফি দিয়ে ১০টি কলেজে আবেদন করা যাবে।

এসএমএসের মাধ্যমে আবেদনে প্রতি কলেজের জন্য ১২০ টাকা করে ফি দিতে হবে।