কাশিমপুর কারাগারের অসচ্ছল বন্দীরা পেলেন ঈদ উপহার
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের অসচ্ছল বন্দীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
কারাগারের সিনিয়ির জেল সুপার গিয়াস উদ্দিন ও জেলার দেবদুলাল কর্মকার প্রায় ২০০ বন্দীর মাঝে লুঙ্গি ও গেঞ্জি বিতরণ করেন।
কারা কর্তৃপক্ষ জানায়, কারাগার শাস্তিভোগের জন্য হলেও মানবিক বিষয় রয়েছে। যারা দীর্ঘদিন বন্দী থাকার কারণে আর্থিক দৈন্যতায় ভুগছেন, তারা যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন, সেজন্য এ উদ্যোগ।
কারাগারে প্রায় তিন হাজার বন্দী রয়েছেন। পবিত্র ঈদে তাদের জন্য পোলাও, মাছ, মাংস, পায়েশ, দই, মিষ্টি ইত্যাদি খাবার পরিবেশন করা হবে।
কারাগার থেকে কাফরুল থানার মাদক মামলায় জামিনে মুক্তি পেয়ে বের হওয়ার সময় মো. শহীদুলের হাতে একটি নতুন লুঙ্গি দেখা যায়। তিনি এটি পড়ে ঈদের নামাজ আদায় করবেন বলে জানান।
জেলার দেবদুলাল কর্মকার জানান, কারা মহাপরিদর্শকের নির্দেশে অসচ্ছল বন্দীদের কল্যাণে ঈদের উপহার বিতরণ করা হয়েছে। করোনার প্রাদুর্ভাবের কারণে পরিবার-পরিজনের সাথে বন্দীদের ফোনে ১০ মিনিট কথা বলার সুযোগও অব্যাহত রয়েছে।