গাজীপুরের বানিয়ারচালায় জলাবদ্ধতা : ৫০০ পরিবারের দুর্ভোগ
আতাউর রহমান সোহেল : গাজীপুর সদরের ভাওয়ালগড় ইউনিয়নের ২ নং ওয়ার্ডে জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাচ্ছে প্রায় ৫০০ পরিবার।
বাঘের বাজার থেকে পশ্চিমে বানিয়ারচালা এলাকায় অপরিকল্পিতভাবে মাছ চাষের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী জানান, স্থানীয় মিয়ার উদ্দিন তার সুবিধার জন্য কালভার্টের মুখ বন্ধ করে দিয়েছেন। তাই বৃষ্টি হলেই পানি বাড়িঘরে ঢুকে পড়ছে।
মিয়ার উদ্দিন ও আরিফ হোসেন ১০ বিঘা জমিতে দুটি মাছের খামার করেছেন। রাস্তার দুই পাশে বাঁধ দেওয়ায় পানি অন্য দিক দিয়েও যেতে পারছে না।
এরই মধ্যে প্রায় ১৫০টি বসতঘরে পানি ঢুকেছে। ভয়ে তারা প্রতিবাদও করতে পারছেন না।
ইউপি মেম্বার আতাব উদ্দিন আলোকিত নিউজকে বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে মিয়ার উদ্দিনকে পানি ছাড়তে বলেছি। পানি না ছাড়লে মানুষের ঘর ভেঙে যাবে।