গাজীপুরের বাঁশরী থেকে ৭০ লাখ টাকার বনভূমি উদ্ধার

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের বাঁশরী পিকনিক স্পটের জবর দখল থেকে বনভূমি উদ্ধার করা হয়েছে।

রবিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম ডি শামসুল আরেফীনের নেতৃত্বে ভাওয়াল রেঞ্জের বিকেবাড়ি বিটের ডগরী রোড এলাকার স্পটটিতে অভিযান পরিচালিত হয়।

এ সময় দীর্ঘদিন ধরে দখলকৃত বিশিয়া কুড়িবাড়ি মৌজার আরএস ২১৫৬ ও ২১১০ নং দাগের ১৮ শতাংশ বনভূমি উদ্ধার করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার ঘোষ, রেঞ্জ কর্মকর্তা মাসুদ রানা, বিট কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ।

বিট কর্মকর্তা আলোকিত নিউজকে বলেন, উচ্ছেদ মামলায় রায়ের প্রেক্ষিতে বিভাগীয় বন কর্মকর্তা কাজল তালুকদারের নির্দেশনায় কার্যক্রম সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত বনভূমির মূল্য অন্তত ৭০ লাখ টাকা। তাতে আকাশমনিসহ বিভিন্ন জাতের চারা রোপণ করা হয়েছে।

আরও খবর