৮০ শতাংশ লোকের জন্য ২৬-২৭ কোটি ভ্যাকসিন লাগবে : স্বাস্থ্যমন্ত্রী

আলোকিত প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ইতিমধ্যে প্রায় পৌনে দুই কোটি লোককে আমরা ভ্যাকসিনেট করতে সক্ষম হয়েছি। ৫০ লাখের বেশি লোক দ্বিতীয় ডোজ নিয়েছেন।

তিনি বলেন, আমরা বিভিন্নভাবে ভ্যাকসিন পাচ্ছি। কোভ্যাক্স থেকে পাচ্ছি, নিজেরাও কিনছি।

আনন্দের বিষয় হল, কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা প্রস্তাব নিয়ে গেলাম যে সিনোফার্মের ছয় কোটি ভ্যাকসিন কিনতে চাই। প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে অনুমোদন দিয়ে দিলেন এবং আমরাও কনফার্ম করে ফেললাম।

বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে করোনা ও ডেঙ্গু মোকাবিলার চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, একেবারে সব ভ্যাকসিন আমরা পেয়ে যাব না। আমাদের ৮০ শতাংশ লোককে ভ্যাকসিন দিতে হলে ২৬ থেকে ২৭ কোটি ভ্যাকসিন লাগবে।

এত ভ্যাকসিন আমরা এক সঙ্গে পাব না, রাখতেও পারব না। সে জন্য যখন যে ভ্যাকসিন পাওয়া যায়, সেটা আনার চেষ্টা করছি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এমন অনেক দেশ আছে, যেখানে এখনো ভ্যাকসিন পৌঁছায়ইনি। আমরা ভাগ্যবান যে শুরুতেই ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করেছিলাম এবং পেয়েছি।

আরও খবর