করোনায় বাংলাদেশ স্বস্তিকর অবস্থায় : স্বাস্থ্য অধিদপ্তর

আলোকিত প্রতিবেদক : স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম বলেছেন, পুরো বিশ্বের মত দক্ষিণ-পূর্ব এশিয়াতেও করোনা ভীষণভাবে আক্রমণ করেছিল। ইন্দোনেশিয়ার পরিস্থিতি একটু বেশি ঝুঁকির মাঝে আছে।

তিনি বলেন, এরপরেই রয়েছে ভারতের অবস্থান। এ দুই দেশে গত এক সপ্তাহে মৃত্যুর সংখ্যা অনেক কম। তুলনামূলকভাবে আমরা স্বস্তিকর অবস্থায় রয়েছি।

রবিবার অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে অধ্যাপক নাজমুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, গত এক সপ্তাহে করোনায় নতুন রোগী শনাক্ত হয়েছে আগের সপ্তাহের চেয়ে ২৬ শতাংশ কম। সেই সাথে মৃত্যু কম হয়েছে ৩২ শতাংশ।

মুখপাত্র আরও বলেন, সংক্রমণের শীর্ষ ১০ জেলার মধ্যে শীর্ষে ঢাকা। এরপর রয়েছে চট্টগ্রাম। সবচেয়ে কম রোগী নোয়াখালীতে।

আরও খবর