গাজীপুরে নারীদের উন্নয়নে ‘নারী মেলা সমিতি’

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে নারী উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে নারী মেলা মহিলা উন্নয়ন সমিতির আত্মপ্রকাশ হয়েছে।

সংগঠনটি নারীদের সংগঠিত করতে কয়েকটি এনজিওর সাথে প্রশিক্ষণ কর্মশালাও পরিচালনা করে আসছে।

সমিতির সভাপতি কানিজা আক্তার কনা জানান, ডিএসকে-জেল অক্সফ্যাম প্রকল্পের অধীনে বোর্ডবাজার ও হোতাপাড়ায় পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ চলছে।

এতে ব্লক বাটিক, ডেকোরেশন পিস, সেলাই, পার্লার, ক্যাটারিং, মৃৎশিল্প, মাশরুম, এমব্রয়ডারি ও ব্যাগ তৈরিসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

কনা আরও জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে বেকার নারীরা ঘরে বসেই উপার্জনের সহজ পথ বেছে নিতে পারেন।

আরও খবর