বাংলাদেশের উন্নতিতে আমরা অনেক খুশি : গাজীপুরে মার্কিন রাষ্ট্রদূত
আলোকিত প্রতিবেদক : মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্নিকাট বলেছেন, পোশাক শিল্পে বাংলাদেশ আশানুরূপ উন্নতি করেছে। লিঙ্গ বৈষম্য অনেকটাই কেটেছে। পোশাক কারখানার কাজের পরিবেশও আগের চেয়ে ভাল হয়েছে। বিশেষ করে রানা প্লাজা দুর্ঘটনার পর মালিক পক্ষ অনেক সচেতন হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের এই উন্নতিতে আমরা অনেক খুশি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, পোশাক খাতে জিএসপি সুবিধা ফিরে পেতে আমেরিকার নবনির্বাচিত সরকারের সাথে আলোচনা করব।
শনিবার গাজীপুরের বোর্ডবাজারের ইস্ট ওয়েস্ট ইন্ডাস্ট্রিয়াল পার্কে নার্গিস রশিদ ফাউন্ডেশন আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত সাংবাদিকদের এসব কথা বলেন।