মুক্তারুজ্জামান মুক্তির কবিতা ‘ভেজাল’
ভেজাল
-মুক্তারুজ্জামান খাঁন মুক্তি
ভেজাল এখন দশ দিকে
দখিনা বাতাসে ভেজাল বহে।
সেকালে দেখেছি বাতায়ন পাশে বসে
দখিনা বাতাসে মন জুড়িয়ে,
পুত্র চিঠি লেখে মায়ের কাছে
প্রেমিক ভালবাসার চিঠি লেখে মন খুলে।
এখন দক্ষিনা বাতাসে তামাকের গন্ধ ভাসে
শহর-বন্দর, বাজার-ঘাট ও বাড়িঘরে
নিষ্পাপ শিশুর পাশে তামাকের গন্ধ আসে।
তরতাজা ও সুন্দর রাখতে
ফল ও মাছে জুড়ি নেই ফরমালিনে,
মোরগ ও মাছে ভেজাল মেশায় দিনে-রাতে
কোথায় পাব বাঙালি মাছে-ভাতে?
মোটা ধান-মোটা চাল করছে কেটে মিনিকেট
ভেজাল করে নাম বদলে চাল হল জিনিকেট।
শাকসবজি চাষ করে কীটনাশক দেয় ছিটিয়ে
খেলে দেহে বাসা বাঁধবে রোগ অবশেষে।
দুধে ভেজাল, গোশতে ভেজাল
ভেজাল এখন দশ দিকে।
মানুষ হল বড় ভেজাল
মিথ্যার মাঝে সমাজ গড়ে!