আগামী নির্বাচনে বিদেশিদের হস্তক্ষেপ করতে দেওয়া হবে না

আলোকিত প্রতিবেদক : সরকার সুষ্ঠু নির্বাচনে প্রতিজ্ঞাবদ্ধ। বাইরের চাপের কাছে সরকার মাথা নত করবে না। বিদেশিদের হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।

রবিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সেমিনারে তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিদেশি রাষ্ট্রদূতদের উদ্দেশে এসব কথা বলেন।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সরকার মানবাধিকারকে মূল্য দেয় বলেই রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। জনগণের অধিকার রক্ষায় সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ ও অভ্যন্তরীণ ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনে বিশ্বাসী।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, আমি ঢাকার বিদেশি মিশনগুলোকে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকার আহ্বান জানাব। আমি বলতে চাই, কারও দিকে আঙুল তোলার আগে নিজেদের আয়নায় দেখে নিন।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোন বাইরের চাপের কাছে মাথা নত করবে না। জনগণই নির্ধারণ করবে কে জাতিকে শাসন করবে।

আরও খবর