বিশ্ব ইজতেমার জুমার নামাজে মুসল্লিদের ঢল
আলোকিত প্রতিবেদক : টঙ্গীর তুরাগ তীরে ৫২তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে।
এতে কয়েক হাজার বিদেশিসহ ১৭টি জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিচ্ছেন।
শুক্রবার জুমার দিন হওয়ায় সকাল থেকেই ইজতেমা মাঠে দলে দলে যোগ দেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মুসল্লিরা বলছেন, এত বড় জামাতে জুমার নামাজ আদায়ের সুযোগ সব সময় মেলে না। যত বড় জামাত তত বেশি সওয়াব। মূল মাঠ ছেড়ে জামাত আশপাশের সড়কে বিস্তৃত হয়।
এদিকে লাখো মুসল্লির নিরাপত্তায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৈরি করেছে কয়েক স্তরের নিরাপত্তা বলয়।