৬ গ্রেডে বাড়ল পোশাক শ্রমিকদের মজুরি

আলোকিত প্রতিবেদক : পোশাক শ্রমিক ও কর্মচারীদের সব গ্রেডে মূল মজুরি বেড়েছে।

এতে পাঁচ শতাংশ ইনক্রিমেন্টসহ ছয় গ্রেডের বেতন সমন্বয় করা হয়েছে।

রবিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ মজুরি কাঠামো ঘোষণা করেন।

তিনি বলেন, সংশোধিত কাঠামো ১ ডিসেম্বর থেকেই কার্যকর ধরা হবে। বর্ধিত অংশের টাকা ফেব্রুয়ারির সাথে সমন্বয় করা হবে।

এখন থেকে এক নম্বর গ্রেডের মজুরি ১৮ হাজার ২৫৭ টাকা। আগে ছিল ১৭ হাজার ৫১০ টাকা।

দুই নম্বর গ্রেডে মজুরি ১৫ হাজার ৪১৬ টাকা। আগে ছিল ১৪ হাজার ৬৩০ টাকা।

তিন নম্বর গ্রেডে মজুরি নয় হাজার ৮৪৫ টাকা। আগে ছিল নয় হাজার ৫৯০ টাকা।

চার নম্বর গ্রেডে মজুরি নয় হাজার ৩৪৭ টাকা। আগে ছিল নয় হাজার ২৪৫ টাকা।

পাঁচ নম্বর গ্রেডে মজুরি আট হাজার ৮৭৫ টাকা। আগে ছিল আট হাজার ৮৫৫ টাকা।

ষষ্ঠ গ্রেডে মজুরি আট হাজার ৪২০ টাকা। আগে ছিল পাঁচ হাজার ৬৭৮ টাকা।

আরও খবর