কালিয়াকৈরে মোবাইলের কারখানা করবে মটোরোলা

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈরে মোবাইল তৈরির কারখানা করতে চায় বহুজাতিক প্রতিষ্ঠান মটোরোলা।

আগামী জুন মাসের মধ্যে কারখানা স্থাপন সম্পন্ন হলে মোবাইল উৎপাদনের ঘোষণা আসবে।

মটোরোলার বাংলাদেশ পার্টনার সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, এ বছরই আমরা কারখানা চালু করব। শুরুতে স্মার্টফোনকে বিশেষ প্রাধান্য দেওয়া হবে।

সাকিব আরাফাত জানান, তারা ১০ হাজার টাকার নিচের স্মার্টফোনও তৈরি করবেন। মটোরোলা দেশীয় ক্রেতাদের চাহিদা মেটাতে চায়।

কোম্পানি সূত্র জানায়, মটোরোলা ও বাংলাদেশের অংশীজন যৌথভাবে বিনিয়োগ করবে। কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটিতে জায়গা বরাদ্দের জন্য আবেদন করা হবে।

আরও খবর