গাজীপুরে ‘লাল নিশান টানিয়ে’ করিম ও মীর রেডিমিক্স বন্ধের নির্দেশ
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে বন্যপ্রাণীর অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা করিম রেডিমিক্স ও মীর রেডিমিক্স বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার ঘোষ ও জেলা পরিবেশ কার্যালয়ের সহকারী পরিচালক মাইনুল হকের নেতৃত্বে কারখানা দুটিতে অভিযান পরিচালিত হয়।
এর আগে বাউপাড়া এলাকার করিম কংক্রিট রেডিমিক্স ও উত্তর সালনা এলাকার মীর কংক্রিট রেডিমিক্সের বেআইনি কর্মকাণ্ড নিয়ে আলোকিত নিউজ ডটকমে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
আরও পড়ুন : গাজীপুরে ‘বনের কোর জোনে’ অবৈধভাবে গড়ে উঠল করিম রেডিমিক্স!
এ নিয়ে চলে ব্যাপক তোলপাড়। তৎপর হয় বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তর।
জাতীয় উদ্যান রেঞ্জের বাউপাড়া বিটে কারখানা দুটি অবস্থিত। এর মধ্যে করিম রেডিমিক্স সম্প্রতি প্লান্ট স্থাপন করে উৎপাদনের প্রস্তুতি নিচ্ছিল।
আর মীর রেডিমিক্স ২০১৭ সাল থেকে দূষণের মাধ্যমে বন ও পরিবেশের ব্যাপক ক্ষতিসাধন করে আসছে। তাদের বিরুদ্ধে বন বিভাগের মামলাও রয়েছে।
এসিএফ শ্যামল কুমার ঘোষ আলোকিত নিউজকে বলেন, লাল নিশানা টানিয়ে করিম রেডিমিক্সের কার্যক্রম বন্ধ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলাও দেওয়া হয়েছে।
এ ছাড়া মীর রেডিমিক্সকে উৎপাদন বন্ধ করতে মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধ না করলে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে জাতীয় উদ্যান রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক ও বাউপাড়া বিট কর্মকর্তা মোনায়েম হোসেনসহ স্টাফরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন : গাজীপুরে কোর জোনে অবৈধ মীর রেডিমিক্স, বন-পরিবেশের ব্যাপক ক্ষতি