চীনের ৯০ কোটি মানুষ করোনায় আক্রান্ত : গবেষণা
ডেস্ক নিউজ : করোনা মহামারিতে এ পর্যন্ত চীনের প্রায় ৯০ কোটি মানুষ আক্রান্ত হয়েছে।
দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত পেকিন বিশ্ববিদ্যালয়ের গবেষণার ভিত্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, প্রায় ৬৪ শতাংশ মানুষ করোনায় সংক্রমিত হয়েছে। গানসু ও ইউনান প্রদেশে আক্রান্তের হার সবচেয়ে বেশি।
এর আগে চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার মুখ্য বিজ্ঞানী জেং গুয়াং বলেছিলেন, প্রত্যন্ত অঞ্চলে করোনা ছড়িয়ে পড়তে পারে। এখন সেদিকে নজর দেওয়ার সময় এসেছে।
চীনে গত বছরের শেষ দিকে আবারও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করে।
দেশটির বড় বড় শহরের হাসপাতালগুলোতে খুব সহজে মানসম্মত সেবা পাওয়া গেলেও এখন শয্যার চেয়ে রোগীর সংখ্যা বেশি।
উল্লেখ্য, পূর্ব এশিয়ার দেশ চীন ১৪৪ কোটি জনসংখ্যা নিয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ।