উত্তর কোরিয়ায় ‘করোনায় আক্রান্তকে’ গুলি করে হত্যা
ডেস্ক নিউজ : উত্তর কোরিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।
কোয়ারেন্টাইন পয়েন্ট থেকে বেরিয়ে পাবলিক টয়লেটে যাওয়ায় করোনা বিস্তারের আশঙ্কায় এ শাস্তি কার্যকর করা হয়।
দক্ষিণ কোরিয়ার ডেইলি ডং এ ইলবোর খবরে বলা হয়, সম্প্রতি চীন ভ্রমণ করে দেশে ফেরার পর তাকে আইসোলেশনে রাখা হয়েছিল।
ভাইরাস মোকাবেলায় পূর্ব সতর্কতা হিসেবে প্রেসিডেন্ট কিম জং উন সামরিক আইন জারি করেছেন।
চীন সীমান্তের এই দেশটি শরীরে করোনার উপস্থিতি পাওয়া না গেলেও সন্দেহভাজন যে কোন ব্যক্তিকে আইসোলেশনে রাখার কার্যক্রম শুরু করেছে।
এ ছাড়া চীন ভ্রমণ করে কর্তৃপক্ষের নজর এড়িয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করায় এক ব্যক্তিকে নির্বাসনে পাঠানো হয়েছে।