সাহাবুদ্দিন চুপ্পু ২২তম রাষ্ট্রপতি, ইসির প্রজ্ঞাপন জারি
আলোকিত প্রতিবেদক : মো. সাহাবুদ্দিন চুপ্পুকে ২২তম রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।
সোমবার ইসির গেজেটে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১-এর ৭ ধারা অনুসারে মো. সাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন।
এর আগে রবিবার সাবেক জেলা জজ ও দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিনকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।
নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৯৪৯ সালের ১০ ডিসেম্বর পাবনা সদরের শিবরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে রাজধানীর গুলশানের বাসিন্দা।
মো. সাহাবুদ্দিন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৪ সালে মনোবিজ্ঞানে স্নাতকোত্তর এবং পাবনার শহীদ অ্যাডভোকেট আমিনুদ্দিন আইন কলেজ থেকে ১৯৭৫ সালে এলএলবি ডিগ্রি লাভ করেন।
মো. সাহাবুদ্দিন জেলা ছাত্রলীগের ও জেলা যুবলীগের সভাপতি ছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি পাবনা অঞ্চলের নেতৃত্ব দেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলে মো. সাহাবুদ্দিন প্রতিবাদ জানান। তখন তাকে গ্রেফতার করে তিন বছর বন্দী রাখা হয়।