নাশকতার মামলায় রাজশাহীর মেয়র বুলবুল কারাগারে
আলোকিত প্রতিবেদক : নাশকতার মামলায় রাজশাহী সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার দুপুরে রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।
এর আগে সকাল ১১টার দিকে তিনি জামিন আবেদন করে আদালতে আত্মসমর্পণ করেন।
সরকারবিরোধী আন্দোলনের সময় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশের করা মামলায় গত ৭ মার্চ মোসাদ্দেক হোসেন বুলবুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।