টাইপ-২ ডায়াবেটিস রোগীদের বেশির ভাগ ধনী
আলোকিত প্রতিবেদক : বাংলাদেশে বর্তমানে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ৭১ লাখ।
আগামী ২০৪০ সাল নাগাদ তা এক কোটি ৩৬ লাখে দাঁড়াবে।
সোমবার রাজধানীর বারডেম মাদার এন্ড চাইল্ড হাসপাতাল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও নভো নরডিস্ক এর আয়োজন করে।
এতে বক্তব্য রাখেন ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান, মহাসচিব সায়েফ উদ্দিন, নভো নরডিস্কের করপোরেট ভাইস প্রেসিডেন্ট পিটার উলভস্কজোল্ড প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশে ডায়াবেটিস রোগীদের মধ্যে শতকরা তিনজন টাইপ-১ অর্থাৎ জন্মগতভাবে আক্রান্ত। তাদের বেশির ভাগ আর্থিকভাবে অসচ্ছল ও গ্রাম এলাকার।
অপরদিকে টাইপ-২ আক্রান্তদের মধ্যে বেশির ভাগ ধনী ও শহরের শিশু।