গাজীপুরে সহকারী প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবি

শামসুল হুদা লিটন, কাপাসিয়া : গাজীপুরে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ১১তম গ্রেডের দাবিতে সোমবার বিকেলে এ কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য রাখেন সমিতির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন দুলাল, জেলা শাখার সভাপতি নজরুল ইসলাম, মহানগর শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা ক্রীড়া সম্পাদক মোশারফ হোসেন, সদস্য শরিফুল আলম, শম্পা বেগম প্রমুখ।

নাসির উদ্দিন দুলাল বলেন, আমরা বারবার বেতন বৈষম্যের শিকার হচ্ছি। তাই বঙ্গবন্ধুর দেওয়া বেতন গ্রেডে প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে রাখার অনুরোধ করছি।

তিনি আরও বলেন, বেতন স্কেল নির্ধারণ না হওয়া পর্যন্ত বিভিন্ন জেলার সাথে সমন্বয় করে পূর্বে স্থগিত হওয়া কর্মসূচি চলবে।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

আরও খবর