গাজীপুরে স্ত্রীকে ৭ টুকরা : জুয়েলের বিরুদ্ধে চার্জশিট

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে স্ত্রীকে হত্যার পর লাশ সাত টুকরা করার মামলায় জুয়েল আহমেদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে।

এই নৃশংস ঘটনার চার দিনের মাথায় বৃহস্পতিবার আদালতে চার্জশিট দাখিল করে জয়দেবপুর থানা পুলিশ।

নিহত রেহেনা আক্তার (২০) সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের কাচিরগাতি গ্রামের আবদুল মালেকের মেয়ে।

অভিযুক্ত জুয়েল (২৫) একই গ্রামের আবদুল বাতেনের ছেলে।

গত ৭ মার্চ সদর উপজেলার মনিপুর এলাকা থেকে রেহেনার সাত টুকরা লাশ উদ্ধার ও তার স্বামীকে গ্রেফতার করে পুলিশ।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, সব সাক্ষ্য-প্রমাণ পাওয়ায় ডিআইজি হাবিবুর রহমানের নির্দেশে চার্জশিট দেওয়া হয়েছে।

আরও খবর